হোম > সারা দেশ > গাজীপুর

নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে গেলেন বৃদ্ধ

গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাতির কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এক বৃদ্ধ। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর-৩ আসনের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি উচ্চবিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে যান ৯০ বছর বয়সী আব্দুল জব্বার। 

নাতি মো. মহসিন কবির বলেন, ‘দাদা গতকাল থেকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমাকে গতকাল রাতেই বলছেন তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। দাদার ইচ্ছে শেষবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তাই নিয়ে আসছি। কেন্দ্রে এসে অবশ্য নিজের পায়ে দাঁড়িয়েই ভোট দিতে পারছেন।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা (পৌরসভাসহ) ও গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪২৭। এর মধ্যে শ্রীপুর উপজেলার মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ২৫১ জন এবং সদরের ৩টি ইউনিয়নে ভোটার ১ লাখ ২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮০টি ও বুথসংখ্যা ১ হাজার ৬৮। 

নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য। এ ছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার কাজ করছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩