হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালের সোনা চুরির মামলা ডিবি থেকে পিবিআইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির মামলাটি এবার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোনা চুরির মামলাটি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তরা বিভাগ তদন্ত করছিল। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোডের তদন্তভার নির্দেশক্রমে পিবিআইতে ন্যস্ত করা হলো। আদেশে মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।

এ মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), মো. আফজাল হোসেন (২৯)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের ওই গুদাম থেকেই ৯৪ ভরি সোনা উদ্ধার করে ডিবি।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে