হোম > সারা দেশ > ঢাকা

এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করবে সব সরকারি প্রতিষ্ঠান: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এয়ারপোর্ট-আশকোনা এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

আসছে বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ সোমবার বিকেলে বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন আশকোনা রেলগেট এবং এর আশপাশের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় এ বছর তীব্র জলাবদ্ধতার আশঙ্কা করছি। তাই বর্ষার আগে সর্বোচ্চ পানি নিষ্কাশনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এর ফলে আগামী বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।’

প্রশাসক আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বড় বড় শহরে বন্যার পানি নিষ্কাশনের জন্য জলাধার একান্ত প্রয়োজন। তাই সকল উন্নয়নকারী সংস্থাকে অনুরোধ করব, যেন জলাধার ভরাট না করে। একান্তই করতে হলে প্রকল্প শেষে যেন সেটা জলাধার হিসেবে ফিরিয়ে দেয়। কোনোভাবেই সেগুলোতে মাঠ, বাজার কিংবা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না।’

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন রাতারাতি করা সম্ভব নয়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন এই জলাবদ্ধতা পরিস্থিতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।’

এ সময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়