Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অটোরিকশা চালক একদিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অটোরিকশা চালক একদিনের রিমান্ডে
গ্রেপ্তার রিকশাচালক আরজু মিয়া। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরের পর আরজু মিয়াকে আদালতে হাজির করে আশুলিয়া থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দুদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ওই রিকশাচালকের বাসা থেকে তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন রাত দিবাগত ২টার দিকে আশুলিয়া থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি।

রাশির মৃত্যুর পর শিক্ষার্থীরা বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন রিকশাচালক আরজু মিয়াকে শনাক্ত করে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

লালমাটিয়ায় তরুণীকে মারধর: স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ, কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো