মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুব্রত দেবনাথ (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মাগুরার শালিখা উপজেলার ষরুসোনা গ্রামের পলিন দেবনাথের ছেলে। পেশায় ছিলেন পাইকারি ডিম ব্যবসায়ী।
এলাকাবাসী বলে, সুব্রত দেবনাথ প্রায় ১৬ বছর ধরে ইছাপুরা গ্রামের প্রয়াত অরুণ চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে ইছাপুরা বাজারে পাইকারি ডিমের ব্যবসা করতেন। মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো। আগেও একবার বিষপান করেছিলেন সুব্রত। তাঁর স্কুলপড়ুয়া একটি ছেলে রয়েছে। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করে স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানতে পেরেছি, সুব্রত দেবনাথ কয়েক মাস আগেও একবার বিষপান করেছিলেন। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’