Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইভিএম কেনার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইসিতে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক

ইভিএম কেনার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইসিতে দুদকের অভিযান
ফাইল ছবি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে নথি চেয়েছে।

এক অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুদকের তিন সদস্যের একটি দল ইসিতে অভিযান চালায়। তবে টিমে এ সংক্রান্ত কোনো এক্সপার্ট (বিশেষজ্ঞ) ছিলেন না।

অভিযান শেষে সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে দুদক অভিযান চালায়। তখন রেনডমের মাধ্যমে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন পরীক্ষা করে দেখি। এতে দুটি ভালো ও একটি অচল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ইসিতে ৬১৮টি, বিএমটিএফে ৮৬ হাজার এবং আঞ্চলিক অফিসে ৬২ হাজার মেশিন সংরক্ষণ করা আছে। নিম্নমানে মেশিন ক্রয়ের ব্যাপারে কিছু রেকর্ড সংগ্রহ করেছি। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দিয়েছি। নিম্নমানে মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিল। রেকর্ডপত্র চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব।

তিনি বলেন, অনিয়মগুলো খতিয়ে দেখার জন্য রেকর্ড প্রাপ্তি সাপেক্ষে বলতে পারব। কমিশন বলেছে, ‘তথ্য-উপাত্ত সরবরাহ করবে। এ জন্য আইটি এক্সপার্ট প্রয়োজন হলে নিয়োজিত করব। আমরা একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি পেয়েছি।’

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা