হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২ কারখানা শ্রমিক নিহত

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন। আজ শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দেওহাটা ও গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদন ভয়ামারি গ্রামের গোলাম হোসেন (৩০)। তাঁরা গাজীপুরের আলাদা দুইটি কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানায়, লকডাউন বহাল থাকলেও রোববার কারখানা খোলা হবে। চাকরি রক্ষায় যোগ দিতে হবে কাজে। এমন খবরে মোটরসাইকেল ভাড়া করে দুপুরে মধুপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন কারখানা শ্রমিক নাজমা বেগম (২৮)। পথিমধ্যে বিকেল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যান। তবে চালক অক্ষত রয়েছে।

এর আগে বোনকে নিয়ে গোলাম হোসেন মোটরসাইকেল চালিয়ে গাজীপুরে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে গোড়াই এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান। তাঁর বোন অক্ষত রয়েছেন।

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই কারখানার শ্রমিক। তাঁরা রোববার কর্মস্থলে যোগ দিতে বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাঁদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭