Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘরের মেঝেতে পড়ে ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি

ঘরের মেঝেতে পড়ে ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী

রাজধানীর কদমতলীতে ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

গৃহবধূর স্বজনদের দাবি, তাঁর স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জুরাইন উত্তর মুরাদপুর লালমিয়া সর্দার রোডের ৩৫৮/১ নম্বর ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গৃহবধূর নাম—রুবিনা রিমি (২২)। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চাটিতলা গ্রামে। 

নিহতের স্বজনেরা বলছেন, রুবিনার স্বামী স্বপন আগে আরেকটি বিয়ে করেছেন। সেই বিয়ের কথা গোপন রেখে রুবিনাকে বিয়ে করেন তিনি। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার মধ্যরাতে তারা জানতে পারেন রুবিনা মারা গেছেন। 

এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে গত রাত ৩টার দিকে ওই বাসায় যাই। সেখানে বাসার ফ্লোর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। আজ (শনিবার) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই গৃহবধূ ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন সে তথ্য তিনি গোপন করেছিলেন। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক