রাজধানীর পান্থপথ থেকে আটক নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সাড়ে ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, পরীমণিসহ রিমান্ডে থানা অন্যদের জিজ্ঞাসাবাদে বারবার চয়নিকা চৌধুরীর প্রসঙ্গ এসেছে। তখন মনে হয়েছে চয়নিকা চৌধুরীর সঙ্গে কথা বলা প্রয়োজন। এর ধারাবাহিকতায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে হেফাজতে নেয় ডিবি। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: