হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হিমেল। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক হিমেল ওরফে ফেন্সি হিমেল (৩৫) দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মীর মোহাম্মদের ছেলে। তাঁর সহযোগীর নাম লিটন হোসেন (৪৭)।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়াকুব আলীর নেতৃত্বে আমাদের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাঁদের আটক করে।’

তিনি আরও বলেন, হিমেল দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। তাঁর সহযোগী লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মীর মোহাম্মদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে কল কেটে দেন।

উল্লেখ্য, এর আগেও আবু বক্কর সিদ্দিক হিমেলের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে জরায়ু ক্যানসারের ভুয়া ভ্যাকসিন তৈরির ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তখন সেখান থেকে নকল টিকা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই সময়ে তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য