কিশোরগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কিশোরগঞ্জ-৩ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রার্থীর নির্বাচনী আচরণবিধিমালা ২০০৮ এর ১৩ নম্বর ধারা লঙ্ঘনে ১৮ ধারা মোতাবেক আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি মার্কা) ও অপর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে (কেটলি মার্কা) পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের ২ জন প্রার্থীর প্রচারণার সময় বিধি লঙ্ঘনের দায়ে মাইকিং বন্ধ রাখা হয়। সে জন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’