হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর তাঁকে মেয়র পদ থেকেও সরানোর আলোচনা চলছে। এর মাঝেই এই সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে সরকার। 

স্থানীয় সরকার বিভাগ আজ বৃহস্পতিবার তিন সদস্যের এ প্যানেল মেয়র গঠন করে দিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ তিনজনের নাম জানায়নি মন্ত্রণালয়। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। 

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মেয়র দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা থেকে প্যানেল মেয়র গঠনের নিয়ম থাকলেও এতদিনেও গাজীপুর সিটি করপোরেশনে প্যানেল মেয়র গঠন করা হয়নি। 

কোনো সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্ত বা অপসারণ করা হলে প্যানেল মেয়রদের মধ্যে জ্যেষ্ঠ সদস্য মেয়রের দায়িত্ব পালন করেন। মেয়র দেশের বাইরে ছুটিতে গেলেও প্যানেল মেয়রদের মধ্যে জ্যেষ্ঠ সদস্য মেয়রের দায়িত্বে থাকেন। 

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, মেয়রের পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত বা অপসারণ করা হলে এরপর সিটি করপোরেশনের কার্যক্রম ঠিকভাবে চালিয়ে নিতে প্যানেল মেয়র গঠন করা হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতে মেয়র জাহাঙ্গীর পদত্যাগ করলেও যাতে সিটি করপোরেশনের কাজে কোনো সমস্যা না হয় সে জন্য প্যানেল মেয়র গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারি করে প্যানেল মেয়রদের নাম জানিয়ে দেওয়া হবে। 

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে জিতে ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হন জাহাঙ্গীর। বঙ্গবন্ধু ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত ১৯ নভেম্বর তাঁকে বহিষ্কার করে আওয়ামী লীগ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭