হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক সাভার ও সাভার প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে। ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস খাদে পড়ে মির্জা আবদুল মোহিত বেগ (৫৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।

মানিকগঞ্জের গোলোড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে ৪টার দিকে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। তাতে ঘটনাস্থলেই মোহিত মারা যান। আহত হন অন্তত ছয়জন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ গোলড়া হাইওয়ে থানায় আনা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোহাম্মদ সোহেল সারোয়ার আরও বলেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজারসহ চালকের সহকারীকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য