হোম > সারা দেশ > ঢাকা

নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হাসানুজ্জামান ও আবু বকর সিদ্দিক গত ২৭ অক্টোবর এই রিট করেন। অর্থ সচিব, ডাক বিভাগের মহাপরিচালক, নগদের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসাইন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

কামাল হোসাইন মিয়াজী বলেন, নগদ ডাক বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান দাবি করলেও নথি ঘেঁটে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন তারা কোনো কারণে ব্যবসা বন্ধ করে দিলে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর আইনে বলা হয়েছে এ ধরনের ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। কিন্তু নগদের এ ধরনের সম্পৃক্ততা না থাকায় রিট করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য