হোম > সারা দেশ > ঢাকা

বাবুল চিশতীর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ পরোয়ানা জারি করেন।

জানা গেছে, আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন। পরে আদালত আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ফারমার্স ব্যাংকের দায়িত্ব পালনকালে বাবুল চিশতী শত শত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে দুদকে অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ১০ এপ্রিল তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয়। গত সাত বছরে বাবুল চিশতী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় বাবুল ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর এবং রোজী চিশতী ও ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমানকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য