হোম > সারা দেশ > নরসিংদী

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে স্ত্রীর সামনে স্বামী অনিল চন্দ্র পালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্ত্রী গীতা রাণী পাল (৩২) আহত হন।

মৃত অনিল চন্দ্র পাল পলাশ উপজেলার মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গতকাল রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত অনিল চন্দ্র পালের ঘরে ঢুকে। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এ সময় তাঁর স্ত্রী গীতা রাণী পাল বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গীতা রাণী ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি