ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামের আরও এক নারী মারা গেছে।
বুধবার সন্ধ্যা সারে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন সন্ধ্যার দিকে আইসিইউতে মারা যান শাহিনুর। তাঁর শরীরের শ্বাসনালিসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
স্বপ্নার আত্মীয় সাখাওয়াত হোসেন জানান, তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার শরিষামুড়ি গ্রামে। বর্তমানে পরিবারসহ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভাড়া থাকত। শাহিনুর কেরানীগঞ্জের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এই ঘটনায় মৃত স্বপ্নার স্বামী বাচ্চু মিয়া (৫১) মেয়ে ইশরাত জাহান সাদিয়া (২১) ও ছেলে সাইফুল্লাহ মানসুর সাদিক (১৬) দগ্ধ হয়।
এদের মধ্যে ছেলে সাদিক প্রাথমিক চিকিৎসা নেয়। বাচ্চু মিয়া ৪ শতাংশ ও সাদিয়ার ২০ শতাংশ দগ্ধ হয়। তাদের দুজন বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি আছে।
ঘটনার দিন পরিবারের সবাই মিলে অভিযান-১০ লঞ্চে করে গ্রামের বাড়ি বরগুনায় বেড়াতে যাচ্ছিল।