Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
উল্টে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন এক নারী।

আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং মোটরসাইকেলটি চাপা পড়াসহ অটোরিকশা ছিটকে খাদে পড়ে যায়।

নিহতেরা হলেন মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ এবং একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ। আহত নারী নিহত নয়ন শেখের মা। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা তাঁর মা গুরুতর আহত হন। এ ছাড়া রিকশাচালক আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছকে মেরে দেওয়ায় ওই এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে গেলে সেই গাছটি সরানো হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ