হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নয়ন মৃধা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মো. নয়ন মৃধা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করা নয়ন টঙ্গী হোসেন মার্কেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মৃধা কয়েক দিনের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে টঙ্গীতে ফিরছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে নেমে দুই-তিনজন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। নয়নের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ নিয়ে নয়ন মৃধা ও ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হন নয়ন মৃধা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। নয়নকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা নয়ন মৃধাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার কাঁধের নিচে এবং পায়ে ছুরির আঘাতের জখম রয়েছে। মূলত নয়ন মৃধা তাঁর মালামাল রক্ষা করতে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি করলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।’

বাটা শো-রুমে আগুনের সূত্রপাত গোডাউন থেকে: ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করার অভিযোগ

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, ‘কম দামে’ বিক্রি

রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

চার ঘণ্টার বেশি সময় পর নিভল মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন

আবদুল হামিদ মেডিকেল কলেজে সবদিকে ঘাটতি, শুধু আসন বাড়তি

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

সেকশন