হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নয়ন মৃধা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মো. নয়ন মৃধা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করা নয়ন টঙ্গী হোসেন মার্কেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মৃধা কয়েক দিনের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে টঙ্গীতে ফিরছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে নেমে দুই-তিনজন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। নয়নের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ নিয়ে নয়ন মৃধা ও ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হন নয়ন মৃধা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। নয়নকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা নয়ন মৃধাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার কাঁধের নিচে এবং পায়ে ছুরির আঘাতের জখম রয়েছে। মূলত নয়ন মৃধা তাঁর মালামাল রক্ষা করতে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি করলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন