টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়িচাপায় আবু বক্কর সিদ্দিক নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াইল নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক দুল্লা মুনসুর গ্রামের নান্নু মুন্সীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াইল নয়াপাড়া সড়ক পারাপার করছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১০টার দিকে অজ্ঞাত গাড়িচাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।