হোম > সারা দেশ > ঢাকা

পিস্তলধারী যুবকের মসজিদ থেকে জুতা চুরি

আজকের পত্রিকা ডেস্ক­

পিস্তলসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর পান্থপথে মসজিদে জুতা চুরির পর প্রকাশ্যে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ ও পথচারীরা।

আজ বুধবার দুপুরের দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম ইবতেশাম রহমান আলফি (১৮)। তিনি মোহাম্মদপুরে থাকেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত জোহরের নামাজের পর। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন, তাঁদের একজনের জুতা নেই। ওই যুবকেরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তাঁরা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাঁকে চ্যালেঞ্জ করেন। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে তাঁরা পিছিয়ে যান।

এই অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। পরে পথচারীরা পিস্তলসহ ওই যুবককে আটকের চেষ্টা করে। পরে একপর্যায়ে পিস্তলসহ তাঁকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় এবং কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক যুবকের দাবি, ‘পিস্তলটি’ খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান বলেন, আটক যুবকের সঙ্গে পাওয়া পিস্তলটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য