Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পিস্তলধারী যুবকের মসজিদ থেকে জুতা চুরি

অনলাইন ডেস্ক

পিস্তলধারী যুবকের মসজিদ থেকে জুতা চুরি
পিস্তলসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর পান্থপথে মসজিদে জুতা চুরির পর প্রকাশ্যে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ ও পথচারীরা।

আজ বুধবার দুপুরের দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম ইবতেশাম রহমান আলফি (১৮)। তিনি মোহাম্মদপুরে থাকেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত জোহরের নামাজের পর। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন, তাঁদের একজনের জুতা নেই। ওই যুবকেরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তাঁরা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাঁকে চ্যালেঞ্জ করেন। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে তাঁরা পিছিয়ে যান।

এই অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। পরে পথচারীরা পিস্তলসহ ওই যুবককে আটকের চেষ্টা করে। পরে একপর্যায়ে পিস্তলসহ তাঁকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় এবং কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক যুবকের দাবি, ‘পিস্তলটি’ খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান বলেন, আটক যুবকের সঙ্গে পাওয়া পিস্তলটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারিতাস বাংলাদেশের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

ডিআরইউয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে পোশাকশ্রমিককে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ

মা-বাবার পাশে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২

বাংলাদেশ স্টাডি ফোরামের নির্বাহী কমিটি ঘোষণা

বেশি লাভের লোভে অপরিপক্ব রসুন তুলছেন কৃষকেরা

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়