নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহত মো. সাদেক (২৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাভার পৌর এলাকার আব্দুল লতিফের ছেলে।
হাসপাতালের ব্যবস্থাপক (ম্যানেজার) ইউছুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় গত সোমবার সাদেককে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) দুপুরে তিনি মারা যান।’