হোম > সারা দেশ > ঢাকা

পরীক্ষার হলে কথা বললেই ব্যবস্থা: পিএসসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে যেকোনো নিয়োগ পরীক্ষার সময় প্রার্থীরা কথা বলাবলি ও দেখাদেখি করলেই নেওয়া হবে ব্যবস্থা। ওই প্রার্থীদের পিএসসির পরবর্তী পরীক্ষাতেও অবাঞ্ছিত করা হবে। আজ রোববার দুপুরে এক সভায় এসব কথা বলেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। 

২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে রেখে এ সভাটি আয়োজন করা হয়। পিএসসির সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন কেন্দ্রের প্রধানেরা সভায় উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি আদর্শ পরীক্ষাব্যবস্থা দাঁড় করাতে চাচ্ছি। যেখানে পরীক্ষার্থীরা নিজে থেকেই অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। পরীক্ষার হলে কথা বললে, দেখাদেখি করলে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক কাজের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাঁদের দেওয়া হবে। 

সভায় উপস্থিত পিএসসির একজন সদস্য জানান, পরীক্ষার হলে প্রার্থীদের কথা বলাবলি এবং দেখাদেখি বন্ধে এখন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই এই কঠোর অবস্থানে যাবে পিএসসি।

গত বছর ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২০ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী। ২৪ জুলাই থেকে এই প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৮টি ও সারা দেশের বিভাগীয় শহরের ৭টি, মোট ১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭