হোম > সারা দেশ > ঢাকা

সাভার ও ধামরাইয়ে ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া মাইকিং করে ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি গ্রাহকদের জানানো হবে।

গ্যাস সঞ্চালন পাইপ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

আবু সাদাৎ মো. সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোনাল বিপণন অফিস (জোবিঅ)–সাভার আওতাধীন সকল শ্রেণির আবাসিক–শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মানিকগঞ্জ ও ধামরাইয়েও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঈদ যেইদিনই হোক সেই দিনই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

আবু সাদাৎ মো. সায়েম আরও বলেন, ঈদের ওই সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপ লাইনগুলোর সংস্কার কাজ করাটা সহজ হয়। সবদিক বিবেচনা করে ওই সময়টিকে সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭