হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি তানভীরের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক মামলা করেছে। আজ রোববার কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

অপর মামলাটি করা হয়েছে তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে। এই মামলায় তানভীর ইমামকে আসামি করা হয়েছে। সর্বমোট ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। তানভীর সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাঁর স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করে আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তৃতীয় মামলায় তানভীর ইমাম ও তাঁর কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মামলায় মানিজের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি মেয়েকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য