হোম > সারা দেশ > ঢাকা

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ-র‍্যাবের সোর্স নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ ও র‍্যাবের সোর্স আমিন হোসেন আসিফ (৩০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ৩ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আসিফ। 

নিহত আসিফ কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের এরশাদ আলীর ছেলে। বর্তমানে স্ত্রী ও ছেলেকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন চারাইল এলাকায় ভাড়া থাকতেন। 

নিহতের স্ত্রী সালমা আক্তার বলেন, ‘আমার স্বামী পুলিশ ও র‍্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। এ জন্য বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিলে। এর আগেও মাদক ব্যবসায়ীরা তাঁকে মারধর করেছিল। এরই জেরে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় কাইল্লা রাসেল তাঁকে মোবাইল করে ডাকেন। পরে রাত ৮টার দিকে আমি খবর পাই যে, আমার স্বামীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার স্বামী মারা যান।’ 

নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিফ আমাদের সঙ্গে কথা বলেছে। এ সময় সে বলে, ওই দিন রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় কলম ফ্যাক্টরির পাশে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে ডাকু ফয়সাল, কালা, ঘটক, বিগশো, ট্যাপাসহ ১৫-১৬ জন মিলে আসিফকে বাঁশ দিয়ে মারধর ও ছুরিকাঘাত করেছে।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। সেখানকার থানা-পুলিশ বিষয়টি তদন্ত করবে। 

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের গাড়ি ভাঙচুর, গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ

অবৈধ সম্পদ: জি কে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলার রায় ৩০ জানুয়ারি

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা বৃদ্ধার

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

সেকশন