হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ সদর দপ্তরের ব্যারাকেও লেগেছিল আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও লেগেছিল। ব্যারাকটি আগুনে পুড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগুন নিয়ন্ত্রণের পর আজ বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও আগুন লেগেছিল। সেখানে থাকা আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করা যায়নি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে সাতটার মধ্যে সকল সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে।’

ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘র‍্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাশকতার কোনো ঘটনা ঘটে থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে বলে জানান তিনি।

এবার ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার আনিসুল

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

অটোমেশন প্রক্রিয়া চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জাবি শিক্ষার্থীদের অবস্থান

বনানীতে ৯ দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

বাটা শো-রুমে আগুনের সূত্রপাত গোডাউন থেকে: ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করার অভিযোগ

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, ‘কম দামে’ বিক্রি

রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

সেকশন