হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ সদর দপ্তরের ব্যারাকেও লেগেছিল আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও লেগেছিল। ব্যারাকটি আগুনে পুড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগুন নিয়ন্ত্রণের পর আজ বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও আগুন লেগেছিল। সেখানে থাকা আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করা যায়নি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে সাতটার মধ্যে সকল সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে।’

ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘র‍্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাশকতার কোনো ঘটনা ঘটে থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে বলে জানান তিনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য