Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পোশাককর্মীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পোশাককর্মীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

গাজীপুরে এক পোশাককর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার চান্দু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

ওই নারীর নাম আরজিনা এলাইচ লিজা (৩০)। তিনি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুদ রানা। মাসুদ রানা একই থানা এলাকার সুপু মিয়ার ছেলে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, লিজার স্বামী মো. মাসুদ রানা পেশায় রংমিস্ত্রি। লিজা কোনাবাড়ী এলাকার তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার ভোরে গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ঘরে গিয়ে লিজাকে রক্তাক্ত অবস্থায় পায়। 

পরে তাঁকে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লিজাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লিজার স্বামী মাসুদ পলাতক রয়েছেন।

ওসি আরও জানান, মাসুদ রংমিস্ত্রি হলেও কোনো কাজ করতেন না। তাঁদের দুটি সন্তান টাঙ্গাইলে নানুর কাছে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ভোরে চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বজনেরা আভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন