হোম > সারা দেশ > ঢাকা

সাবরেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযানে মিলল অভিযোগের সত্যতা

নিজস্ব প্রতিবেদক, সাভার

ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।

অভিযান শেষে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আইন অনুযায়ী খাজনার রসিদ ছাড়া সাবকবলা দলিল করার কোনো সুযোগ নেই। এতে জাল দলিল ও একজনের জমি আরেকজনের নামে সাবকবলা হওয়ার সুযোগ থাকে এবং জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। ধামরাই উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

মঞ্জুর সোহাগ আরও বলেন, ‘অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার সম্পাদিত ৫৯টি সাবকবলা দলিল যাচাই করা হয়। এর মধ্যে ১২টি দলিল পাওয়া গেছে, যা খাজনার রশিদ ছাড়াই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জমির মূল্য কম দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।

ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসব অভিযোগের বিষয়ে সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এখানে আর্থিক অনিয়ম হয় না। তবে কিছু দলিলে খাজনার রশিদ ছিল না। এটা অনিয়ম এর মধ্যে পড়ে। এ ধরনের সিস্টেম এখানে চলে।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন