Ajker Patrika
হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

গাজীপুরের রাজেন্দ্রপুরে মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে বন বিভাগের কর্মকর্তারা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় আজ মঙ্গলবার সকালে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পাশেই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগে খবর দেয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।’

রুবিয়া ইসলাম বলেন, সেখানে গিয়ে দেখা যায়, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো কেউ উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবেন। তারপর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা ধারণা করছি, অন্য কোথাও মারা গেলে হাতিটি এখানে ফেলে রাখা হয়। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হচ্ছে এটি ব্যক্তিমালিকানাধীন হাতি।

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার ও স্ত্রীর সম্পদ জব্দ

সূত্রাপুরে উচ্চমাধ্যমিকের নকল বই উদ্ধার, বাইন্ডিং কারখানার মালিক গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সাবেক মেয়র ফজলে নূর তাপসের ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ওষুধ ব্যবসায়ীদের বিক্র‍য় কমিশন বাড়ানোর দাবি

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুকসহ আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

বোরকা পরে এসে দোকান লুট, ৫০০ ভরি সোনা খোয়া যাওয়ার অভিযোগ মালিকের

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২