Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 

রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’

বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

ঝুট ব্যবসা নিয়ে ইপিজেডে বিএনপির দুই পক্ষে গোলাগুলি, আহত ৮

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি