হোম > সারা দেশ > ঢাকা

কিছু দলের নেতাদের সংবিধানপ্রীতি বেড়েছে: হাসনাত আব্দুল্লাহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে আয়োজিত পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনা সরকার পতনের পর ৭২-এর সংবিধানের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এরপরও কিছু দলের নেতাদের সংবিধানপ্রীতি বেড়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চূড়ান্ত হয়ে গেছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একদিকে জুলাই-আগস্ট বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রতন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কি না সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নেই। ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চূড়ান্ত হয়ে গেছে।’

পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৭২-এর সংবিধানের প্রয়োজনীয়তা নেই। কিছু দলের নেতাদের সংবিধানপ্রীতি বেড়েছে। আর তাঁরা চাঁদাবাজি ও লুটপাট করে যাচ্ছেন।

হাসনাত আবদুল্লাহ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদী আমলের সব পুলিশ এখনো বহাল। পুলিশের মামলাবাণিজ্য অব্যাহত রয়েছে।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, শওকত আলী, তামিম আহমেদ প্রমুখ।

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

সেকশন