ঢামেক প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গত রাতে তেজগাঁও স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ৮ নম্বর রেললাইনের পাশ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই নবজাতকটি ময়লা কাপড়ে পেঁচানো অবস্থায় ছিল। দুই চোখ ও নাকে পচন ধরেছে।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটি প্রসবের পর নির্জন জায়গায় ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।