Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মনির হোসেন নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নিশাত মহল্লা বস্তি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তারামপুর কান্দাপাড়া গ্রামের গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। তিনি দুই স্ত্রীকে নিয়ে ওই বস্তিতে ভাড়া থাকতেন এবং হামিম গ্রুপের সিসিএল পোশাক কারখানায় চাকরি করেন। 

এলাকাবাসী জানান, নিহত মনির হোসেন (৪০) দুই স্ত্রী আয়েশা বেগম ও খাদিজা বেগমকে নিয়ে নিশাত মহল্লা বস্তিতে ভাড়া থাকতেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সংসারের খরচ চালাতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদ ও ধারে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরই জের ধরে স্ত্রীদের সঙ্গে প্রায়ই তাঁর কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা হতো। 

একপর্যায়ে আজ মঙ্গলবার সকালে তিনি তাঁর ভাড়া বাসার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে তাঁর প্রথম স্ত্রী আয়েশা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ডাক-চিৎকার করেন। এ সময় আশপাশের লোকেরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মনিরকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন