Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাস–ট্রাক সংঘর্ষ, চাপা পড়ে প্রাণ গেল রিকশা আরোহীর

নিজস্ব প্রতিবেদক ঢাকা ও ঢামেক প্রতিবেদক 

রাজধানীতে বাস–ট্রাক সংঘর্ষ, চাপা পড়ে প্রাণ গেল রিকশা আরোহীর
রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালীর সেনবাগ শাখার কর্মকর্তা ছিলেন। বাড়ি ফেনির দাগনভূঞা উপজেলায়। দুই মেয়েসহ পরিবার নিয়ে রাজধানীর বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আরিফউল্লাহ বলেন, সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। আহত হন রিকশা চালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুজন পালিয়ে গেছে।

নিহতের স্ত্রীর বড় ভাই নিজাম উদ্দিন হায়দার চৌধুরী বলেন, জাকির হোসেন পরিবার নিয়ে রাজধানী বাড্ডায় থাকেন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সঙ্গে শুক্র ও শনিবার থেকে আজ ভোরে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক