হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘনটায় নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের বিদ্রোহী প্রার্থীর নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।

বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম-উল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিন শতাধিক লোক নৌকার স্লোগান দিয়ে হামলা চালায় বলে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী)। ইমাম-উল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। হামলাকারীরা নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থক বলে জানা গেছে। 

ইমাম-উল ইসলাম বলেন, হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে। এ ছাড়া তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে নেয়। 

এ ব্যাপারে জানতে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর ফোন নম্বরে যোগাযোগ করা হলে, তিনি ফোন কেটে দেন। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়