চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালু তোলার ড্রেজারের দুই পাইপের মাঝ থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালির থানার ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট-সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। লাশটি অর্ধগলিত হওয়ায় দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ওই যুবকের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।