নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩০ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বী বলেন, ‘সরকার নিজেদের মেয়াদ নিজেরাই আবার নবায়ন করে নিয়েছে, জনগণের প্রয়োজন হয় নাই। বিদেশি পর্যবেক্ষক কে কী বললো তাতে তাদের কিছু যায় আসে না। কোথায় কী হয়েছে আমরা নিজ চোখে দেখেছি। তার পরেও আমরা দাবি করবো এবার দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, জনগণের পক্ষ নেবে। ত্বকীর ঘাতকদের আইনের আওতায় আনবে। সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করবে, সরকার জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করবে, ধ্বংসস্তূপ থেকে বিচার ব্যবস্থাকে তুলে আনবে।’
তিনি বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে থাকতে চায়। প্রশাসন ছাড়া তারা নিজেদের নিরাপদ মনে করে না। এই ঘাতকেরা যখন জনগণকে নিরাপত্তা দিতে চায়, জনগণ তখন ভয় পায়।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।