হোম > সারা দেশ > ঢাকা

চুরি আল্লাহ ক্ষমা করেন না, তাই ১২ বছর পর টাকা ফেরত দিল চোর

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

‘যেহেতু আপনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনি অবশ্যই জানেন যে, আল্লাহ তাকে ক্ষমা করেন না, যদি বান্দা ক্ষমা না করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।’

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক। দীর্ঘদিন বাজারে ব্যবসা করেন তিনি। আজ বুধবার সকালে দোকান খুলতে গিয়ে একটি চিরকুট ও একটি খামে ৩ হাজার টাকা পান। সেই চিরকুটে এসব লেখা ছিল।

সালাম দিয়ে শুরু হওয়া চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমাকে চিনবেন কিনা জানি না। কিন্তু ... আপনি খুব ভালো মানুষ। ... আমি আপনার দোকান থেকে ছোটবেলায় কিছু...। টাকার পরিমাণ আমার মনে নেই। হয়তো ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০ বা এর থেকে কম-বেশি হতে পারে।’

‘আমি আসলে গরিব মানুষ। কি বলব, শয়তানের অসওয়ায়ই হোক আর নিজের অভাবের কারণেই হোক, চুরি করার কারণেই হোক আমি আমার ভুল স্বীকার করছি। আসলে আমি বিষয়টা নিয়ে খুব লজ্জিত এবং অনুতপ্ত। আর এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।’

এ বিষয়ে ব্যবসায়ী কাইয়ুম মৌলিক বলেন, ‘প্রতিদিনের মতো আজ বুধবার সকালে দোকান খুলি। শাটারের পাশেই দেখি, একটি খাম পড়ে আছে। তা উঠিয়ে দেখি, খামের মধ্যে চিঠির মতো মনে হয়। খুলে দেখি একটি চিঠি এবং ৩ হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি, তিনি যেন সুখে থাকে। আমি তাঁকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন।’

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ রকম লোকের দেখা পাওয়া দুষ্কর।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন