হোম > সারা দেশ > ঢাকা

চলতি বছর ডেঙ্গু রোগী ১৩ হাজার ছাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।

গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭