হোম > সারা দেশ > ঢাকা

হল ছাড়তে চান না জবি ছাত্রীরা, করছেন বিক্ষোভ

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আজ বুধবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তের পরই হলের সামনে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। 

এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘মানি না মানব না, হল কারও বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমাদের হল ছাড়তে একপ্রকার বাধ্য করা হচ্ছে। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তাঁরা হল ত্যাগ করতে চাইছে না। বিষয়টি দেখছি।’ 

এর আগে হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭