হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নদে ডুবে নিখোঁজ অপর শিশুর মরদেহ উদ্ধার

পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ সানজিদা আক্তার (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের চর আলগী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সানজিদা আক্তার উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের মো.কাঞ্চন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

এ নিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুরই মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে চরআলগী গ্রামের পাঁচ শিশু একসঙ্গে বাড়ির সামনের ব্রহ্মপুত্র নদে নৌকা নিয়ে ঘুরতে যায়। এ সময় নৌকা উল্টে গেলে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় সানজিদা ও শাবনূর নামের দুই শিশু। খবর পেয়ে তাঁদের উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি। এ সময় থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে ডুবুরিদের সহযোগিতা করেন। অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে শাবনূর (৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। রাত হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয় উদ্ধার অভিযান। আজ মঙ্গলবার সকালে ফের উদ্ধার অভিযানে ঘটনাস্থলের খানিক দূর থেকে নিখোঁজ অপর শিশু সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। শাবনূর একই গ্রামের ফালান মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

এদিকে নদে ডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান ও চরফরাদী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

নদে ডুবে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে নদের পাড়ে ভিড় করে তাদের পরিবার ও স্বজনেরা। এ সময় নদের দুই পাড়ে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা। নিখোঁজ হওয়া শিশুদের স্বজনদের আহাজারিতে নদের পাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, নিখোঁজ দুজনেরই মরদেহ উদ্ধার হওয়ায় উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। মরদেহ তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে