হোম > সারা দেশ > ঢাকা

মামলা না করেই আদালত থেকে ফিরে গেলেন জেমস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা করতে এসেছিলেন নগর বাউল জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

আজ রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন জেমস । পরে দুপুর ১টার দিকে শুনানি হয়। বিচারক এ সভায় জেমসকে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে জেমস বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, জেমস আদালতে মোবাইল কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন।  থানা যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে তাঁকে মামলা করতে বলা হয়েছে।

নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। বাংলালিংক জেমসের বিভিন্ন গান তার অনুমতি ছাড়াই প্রচার করে যাচ্ছে। এসব বিষয়ে কোনো সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭