Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় দুটি চায়নিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি রড ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়িমুকড়ি গ্রামের মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল হাওলাদার (২৩) ও তাঁর ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখীপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি