Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট
নতুন ব্যবস্থাপনায় গাড়ির জট বেড়েছে। ছবি: সংগৃহীত

যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও র‍্যাম্পে ওঠার জন্য নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। আগে এই অংশে টোল নেওয়া হতো এক্সপ্রেসওয়ে ওঠার আগে, নতুন সিদ্ধান্তে টোল আদায় করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরেই। এতে গাড়ির জট তৈরি হয়েছে।

আজ রোববার সকাল থেকে নতুন ‘ট্রাফিক ম্যানেজমেন্ট’ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিদ্ধান্তের কারণে আজ সকাল থেকেই তেজগাঁও র‍্যাম্পে গাড়ির জট দেখা গেছে। ‘ট্রাফিক অ্যালার্ট’ নামক সামাজিক মাধ্যম গ্রুপে মানুষ এই অংশে যানজট হওয়ার বিষয়ে পোস্ট করেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা খানিকটা কমেছে। তবে গাড়ির চাপ বাড়লে জট তৈরি হচ্ছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘আগে তেজগাঁও অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগে নিচে চারটা বুথে টোল আদায় করা হতো। এর বাইরে আরও চারজন দাঁড়িয়ে টোল নিত। তখন একসঙ্গে ১৬টা গাড়ি একবারে পাস করত। এখন টোল বুথগুলো নিচে থেকে তুলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর বসানো হয়েছে। সেখানেও তিনজন মানুষ খোলা জায়গায় দাঁড়িয়ে টোল নিচ্ছে। এতে যানজট তৈরি হয়েছে। কারণ ছয় লেনের গাড়িগুলো যখন দুই লেন হয়ে এক্সপ্রেসওয়ের ওপরে উঠছে তখন যানজট তৈরি হচ্ছে। আগে নিচে টোল বুট থাকায় যানজট হতো না, নতুন সিদ্ধান্তের কারণেই এমনটি হচ্ছে।’

এক্সপ্রেসওয়ের তেজগাঁও জ্যামের বিষয়ে এক যাত্রী অভিযোগ করে কর্তৃপক্ষকে ফোনকল করে বলেছেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে টোল নেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে? এটা আপনারা পরিবর্তন করার ব্যবস্থা করুন। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আগেই ভালো ছিল।’

নতুন ব্যবস্থাপনায় গাড়ির জট বেড়েছে। ছবি: সংগৃহীত
নতুন ব্যবস্থাপনায় গাড়ির জট বেড়েছে। ছবি: সংগৃহীত

এদিকে তেজগাঁও ট্রাফিক পুলিশের এডিসি আজকের পত্রিকাকে বলেন, ‘টোল প্লাজায় টোল আদায়ের ক্যাপাসিটির সংখ্যার কারণে কিছুটা স্লো হচ্ছে। আমার জানামতে যানজট হচ্ছে না। এর আগে এই জ্যামটা মগবাজার পার হয়ে কাকরাইল পর্যন্ত চলে যেত। এখন টোল প্লাজার গাড়ির কিউটা (সারি) শুধু টোল প্লাজাতেই আছে। টোল বুথ নিচে থেকে ওপরে নেওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে না।’

নতুন ব্যবস্থাপনায় গাড়ির জট বেড়েছে। ছবি: সংগৃহীত

তবে এলিভেটেড এক্সপ্রেসের অন্যান্য অংশের র‍্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও এ ধরনের বড় যানজটের খবর পাওয়া যায়নি।

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই