নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদায় করা হোল্ডিং ট্যাক্সের টাকা করপোরেশনের তহবিলে জমা না করে আত্মসাৎ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব সুপারভাইজার উপল দে-কে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসি গণসংযোগ কর্মকর্তা আবু নাসের। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করা ১২ লাখ ৪০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর রাজস্ব সুপারভাইজার উপল দে-কে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
গতকাল সোমবার রাতে এই জালিয়াতি ধরা পড়ে এবং রাত আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর উপকর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
এরপর রাতেই উপল দে-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আজ মঙ্গলবার পুলিশ উপল দে-কে আদালতে তোলে পুলিশ। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।