হোম > সারা দেশ > ঢাকা

সেই দুই গাড়ি ফেরত পেল পুলিশ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেই গাড়ি দুটি ফেরত এসেছে। আজ শনিবার বিকেলে টয়োটা ক্রাউন কার নামে গাড়িটি ফেরত দেন গাড়িচালক। এর আগে গত বৃহস্পতিবার জাপানি নিশান পেট্রল ওয়াই ৬২ এসইউভি গাড়িটি ফেরত দেওয়া হয়।

আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্তমান পরিচালক শেখ মো. রেজাউল হায়দার। তিনি বলেন, ‘আজ বিকেলে একটি টয়োটা ক্রাউন কার গাড়ি পেয়েছি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে একটি জাপানি নিশান পেট্রল ওয়াই ৬২ এসইউভি গাড়ি আমাদের কাছে দেওয়া হয়।’ 

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নামে রেজিস্ট্রেশন করা দুটি গাড়ি ব্যবহার করছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার। এই নিয়ে গতকাল শুক্রবার ‘অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির কাছে হাসপাতালের দুই গাড়ি’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নজরে আসে পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের। 

বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হওয়ায় হাসপাতালের গাড়ি দুটি ফেরত দেন হাসান উল হায়দার। 

গত ১৫ সেপ্টেম্বর হাসান উল হায়দার সরকারি চাকরি থেকে স্বাভাবিক অবসরে যান। এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর এপিবিএনে বদলি হলে পুলিশ হাসপাতালের জাপানি নিশান পেট্রল ওয়াই ৬২ এসইউভি এবং টয়োটা ক্রাউন কার নামে হাসপাতালের দুটি গাড়ি সঙ্গে করে নিয়ে যান। অবসর গ্রহণের তিন মাস পেরিয়ে গেলেও সরকারি দুটি গাড়ি ব্যবহার করছিলেন। আজকের পত্রিকার পক্ষ থেকে গাড়ি দুটির বিষয়ে খোঁজ নেওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে একটি গাড়ি ফেরত দেন।

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

সেকশন