হোম > সারা দেশ > ঢাকা

বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিলেন জেমস, হামিদ ও মানাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন নগর বাউল জেমস এবং মাইলসের হামিদ আহমেদ ও মানাম আহমেদ। আজ বৃহস্পতিবার এই মামলা প্রত্যাহার করে নেন তাঁরা।

সকালে ঢাকা মহানগর দায়রা আদালতে হাজির হয়ে পৃথক দুটি মামলায় পৃথক আবেদন করে বাদী মামলা প্রত্যাহার করতে চান। বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এবং বাংলালিংকের চার কর্মচারীকে মামলা থেকে অব্যাহতি দেন। উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আপস-মীমাংসা হওয়ায় তাঁরা মামলা প্রত্যাহার করেন।

ঢাকার মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

এরিক অ্যাস (সিইও), নুরুল আলম, (চিফ কমপ্লায়েন্স অফিসার), তৈমুর রহমান (কর্পোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস) বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের এই চার কর্মকর্তাকে আসামি করে গত বছর ১০ নভেম্বর জেমস একটি মামলা করেন এবং অপর দুইজন আরেকটি মামলা করেন। 

গত বছর ৩০ নভেম্বর এই চার কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জামিন দেওয়া হয়। 

মামলার অভিযোগে বলা হয়, জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিদ আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য