গাজীপুর জেলার শ্রীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই দিন যাবৎ দুটি পুরুষ কুমির মারামারি করেছে। এতে একটি কুমির মারাত্মক আহত হয়েছে। আহত কুমিরকে চিকিৎসা শেষে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার দুপুরে মারামারি করে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করে পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত দুদিন যাবৎ কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির অনেক মারামারি করছে। কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না। আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কবজায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।’
রফিকুল ইসলাম আরও জানান, কুমির দুটি মারামারি করে কয়েকটি স্থানে মারাত্মকভাবে আহত হয়েছে। আহত স্থানে চিকিৎসা শেষে একটি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে। আহত কুমিরটি বেষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করছে।