Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আজ শেষ হচ্ছে মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ

মানিকগঞ্জ প্রতিনিধি

আজ শেষ হচ্ছে মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ডুবে থাকা আমানত শাহ ফেরি উদ্ধার কাজ আজ মঙ্গলবার শেষ হবে। গত ২৭ অক্টোবর সকালে ডুবে কাত হয়ে থাকা ফেরিটি গতকাল সোজা করা হয়েছে। 

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানিয়েছেন, ডুবে কাত হয়ে থাকা ফেরিটির ৮৫ শতাংশ উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন চলছে ফেরিটির ভেতরে জমে থাকা কাঁদা পানি ও ময়লা–আবর্জনা অপসারণের কাজ। 

ফজলুর রহমান বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে আগামী দুদিন ফেরিটি অবজারভেশন রাখা হবে। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

গত ২৭ অক্টোবর সকালে রাজবাড়ির দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর ১৪টি যানবাহন নিয়ে পাঁচ নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে ফেরির ভেতরে আটকে থাকা যানবাহন উদ্ধারে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজাকে আনা হয়। তবে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসার কথা থাকলেও সক্ষমতা না থাকায় প্রত্যয়কে আর আনা হয়নি। পরে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ কোটি টাকার চুক্তিতে ফেরি উদ্ধারের কাজ দেয়। 

এরপর গত ১ নভেম্বর জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ৫০ জন উদ্ধারকর্মী ও ৬টি সেলফার্জ বাস ভর্তি তিন, চার, পাঁচ ও ছয় ইঞ্চি তার নিয়ে ফেরিটি উদ্ধারের জন্য আসেন। গত আট দিন পর আজ ফেরিটির উদ্ধার কাজ শেষ হবে। 

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার